সাজেক ভ্যালী

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নকে দেশের বৃহত্তম ইউনিয়ন বলা হয়ে থাকে মুক্ত বাতাস, প্রকৃতির নিদর্শন আর আঁকাবাঁকা মসৃণ সড়কের দুই ধারে তাকাতেই মন ভরে যায় সবার দীর্ঘ ৬৭ কিলোমিটার পাহাড়ি সড়কে যেতে যেতে অন্যরকম আনন্দ আর ঐতিহ্যবাহী চাঁদের গাড়িতে ঝুলে সাজেক যেতে বেশ মজা এক সময়ের কমলার জন্য বিখ্যাত সাজেকে এখনো মিষ্টি কমলা পাওয়া যায় কাচালং আচালং নদী অতিক্রম করে দীর্ঘ ভ্রমণে মুহূর্তের জন্যও খারাপ লাগে না



প্রথমে যেতে হবে খাগড়াছড়ি অথবা দিঘীনালা। রাজধানী থেকে শান্তি পরিবহন, বিআরটিসি (এসি বাস), ঈগল,  সেন্ট মার্টিন (এসি বাস), সৌদিয়া,  শ্যামলী, এস.আলম পরিবহনে খাগড়াছড়ি এবং দিঘীনালায় সরাসরি যাওয়া যায়।



সাজেকবাসীদের পরিচালিত কয়েকটি দোকানে খাওয়ার ব্যবস্থা আছে। তবে সেক্ষেত্রে আগেই তাদের জানাতে হবে থাকার জন্য আছে, রূনময় রির্সোট (বিজিবি পরিচালিত), সাজেক রির্সোট (সেনাবাহিনী পরিচালিত) আলোর রির্সোট এবং ক্লাব হাউস।