
পাহাড়ের সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়েছে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায়। খৈয়াছড়া এলাকার পাহাড়ে অবস্থান বলে এর নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা।

মিরসরাই
উপজেলার
খৈয়াছড়া
ইউনিয়নের
বড়তাকিয়া
বাজারের
উত্তর পার্শ্বে
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের
চার কিলোমিটার
পূর্বে ঝর্ণার অবস্থান।
এরমধ্যে
এক কিলোমিটার
পথ গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হয় পায়ে হেঁটে। বাঁশের সাঁকো, ক্ষেতের
আইল, আঁকাবাঁকা
পাহাড়ি পথ, ছরা, অন্তত ৪টি পাহাড় পেরিয়ে যখন ঝর্ণার স্বচ্ছ জলে পর্যটকরা
পা ডোবায় তখন মনে হয় পথের এই দূরত্ব খুব সামান্য।
আরও জানুন........
